জামালপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার :
জামালপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ এ আলোচনা সভার আয়োজন করেন। এ উপলক্ষে শহরের ফৌজদারি মোড় থেকে র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা সমবায় অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম খান এবং জেলা সমবায়ের উপ-সহকারী নিবন্ধক আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
