রৌমারী বিল ঘিরে দেশে প্রথম ‘সর্ষেবরণ উৎসব ২০২৫’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জামালপুরের রৌমারী বিলকে ঘিরে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘সর্ষেবরণ উৎসব ২০২৫’। ‘প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ জনউদ্যোগ’-এর আয়োজনে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এই প্রাকৃতিক স্থানে দিনব্যাপী উৎসবটি অনুষ্ঠিত হয়।
উৎসবটি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমী মানুষ, লেখক, গবেষক ও সংস্কৃতিজনরা একত্রিত হন। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাখি বিশেষজ্ঞ ও ভূ-পর্যটক, বাংলা একাডেমির ফেলো ইনাম আল হক, কার্টুনিস্ট ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব, কথাসাহিত্যিক ও ভ্রমণলেখক, বাংলা একাডেমির ফেলো এবং ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন, পরিবেশ বিষয়ক লেখক মোকারম হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল নুরুল হুদা, এমএ গফুর মেমোরিয়াল একাডেমি ও এমএ রশিদ মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও প্রকৃতিপ্রেমী রাজিয়া সামাদ ডালিয়া। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন উৎপল কান্তি ধর। সমগ্র আয়োজনে নানাভাবে সম্পৃক্ত ছিলেন জামালপুরের বিশিষ্ট সংস্কৃতিজন ও শিক্ষার্থীরা।
আলোচনায় বক্তারা বলেন, পরিবেশ ও প্রকৃতিকে সুস্থ রাখাই মানবজাতির টিকে থাকার প্রধান শর্ত। প্রকৃতি রক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। রৌমারী বিলের মতো প্রাকৃতিক জলাভূমি সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
অতিথিদের আলাপচারিতা, মতবিনিময় এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিন্ন মত ছিল- প্রকৃতিকে ‘বিরক্ত’ না করে, বরং তার সঙ্গে সহাবস্থানের মাধ্যমেই এমন উৎসব প্রতিবছর আয়োজন করা উচিত।
উৎসবের আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ অব্যাহত থাকবে।
