
এই দেশবাসীর একটাই কুল জাকের পার্টির গোলাপ ফুল
-সৈয়দ মুনিরুল হক নোবেল
স্টাফ রিপোর্টার :
‘এই দেশবাসীর একটাই কুল-জাকের পার্টির গোলাপ ফুল’ এমন মন্তব্য করেছেন- জাকের পার্টি স্বেছাসেবক ফ্রন্টের কেন্দ্রিয় তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক সৈয়দ মুনিরুল হক নোবেল। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের ভোট নিয়ে বড় দলগুলো শুধু নিজেদের স্বার্থ হাসিল করেছে। অথচ একমাত্র জাকের পার্টি প্রতিষ্ঠার ৩৬ বছরের রাজনৈতিক ইতিহাসে কোন কলঙ্কের নজীর নেই। রাসুলে পাক (সাঃ) এর আদর্শে জনসেবার মানসে সুস্থধারার রাজনীতি করে যাচ্ছে জাকের পার্টি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলেছেন-সোনার দেশ গড়তে হলে-সবার আগে সোনার মানুষ গড়তে হবে। আর বর্তমান জামানায় একমাত্র সোনার মানুষ গড়ার পাঠশালা হচ্ছে জাকের পার্টি। তাই দেশবাসীর একটাই কূল-জাকের পার্টির গোলাপ ফুল। তিনি আদারভিটা ইউনিয়নবাসীকে জাকের পার্টির প্রতীক গোলাপফুলে ভোট দেওয়ার উদাত্ত আহবান জানান।
শান্তি ও স্থিতিশীলতার আহবানে দেশজুড়ে ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক জনসভা অনুষ্ঠানের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নে মাদারগঞ্জ উপজেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে অনুষ্ঠিত র্যালিপূর্ব জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টি শেরপুর জেলার সভাপতি মোঃ শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টি জামালপুর জেলার সভাপতি মোঃ শাহজাহান আলী ঠিকাদার, জাকের পার্টি জামালপুর জেলার সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট জামালপুর জেলার সভাপতি বিপ্লব, জাকের পার্টি ছাত্রফ্রন্ট জামালপুর জেলার সভাপতি কাওসারুল ইসলাম লালন, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট জামালপুর জেলার সভাপতি মোঃ হযরত আলী, জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের সভাপতি রাসেল জিহাদী প্রমূখ।
এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় যোগদান করেন এবং জনসভা শেষে এক খতম মিলাদ শরীফ এবং মিলাদ শরীফ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে হাজরাবাড়ী স্কুল মাঠ থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।