জামালপুরের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার │ জামালপুর দিনকাল
গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী–কে ফুলেল শুভেচ্ছা জানান জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)। এসময় তিনি নবাগত প্রশাসককে অভিনন্দন জানিয়ে জেলার সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তায় ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন,
“জামালপুর জেলার আইন-শৃঙ্খলাকে আরও স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”
তিনি প্রশাসন-পুলিশ সমন্বয়ের ধারাবাহিকতা বজায় রেখে উন্নয়ন ও সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
