
স্টাফ রিপোর্টার : জামালপুরে আন্তঃনগর তিস্তা ট্রেনের ৬টি টিকিটসহ শাওন (২৫) নামে এক টিকিট কালোবাজারিকে হাতেনাতে ধরেছে স্টেশন মাস্টার দেওয়ান মো. হারুন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। টিকিট কালোবাজারি শাওন পৌরসভার শাহাপুর এলাকার সোলাইমানের ছেলে।
স্টেশন মাস্টার দেওয়ান মো. হারুন বলেন, বিকালে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে আন্তঃনগর তিস্তা ট্রেনের ৯টি আসনের ৬টি টিকিটসহ শাওনকে হাতেনাতে ধরা হয়। ওই টিকিটের মূল্য ২ হাজার ৭০ টাকা। এছাড়াও তার কাছে থেকে নগদ আরও ১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে রেলওয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, স্টেশন মাস্টার শাওন নামে একজনকে ৬ টি আন্তঃনগর তিস্তা ট্রেনের টিকিটসহ ধরেছেন। ওই ৬টি টিকিটে ৯টি আসন ছিলো। পরে রেলওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
