
জামালপুরে শিশু অধিকার সপ্তাহের সমাপনী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সৈয়দ মুনিরুল হক নোবেল :
‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ এই প্রতিপাদ্যে জামালপুরে শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী জামালপুরের যৌথ আয়োজনে জামালপুর শহরের চালাপাড়া সুইড ভবনের মিলনায়তনে শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ শিশু একাডেমী জামালপুরের শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ স্বপনা। এসময় সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশু ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।