জামালপুর দিনকাল
জামালপুর প্রতিনিধি:
খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে জামালপুরে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো জেলা এখন এক উৎসবমুখর ফুটবল আবহে ভরে উঠেছে।
শনিবার বিকেলে জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব রেজাউল মাকছুদ জাহেদী, সচিব, স্থানীয় সরকার বিভাগ। তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক ঐক্য, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গঠনের অন্যতম শক্তি। জেলা পর্যায়ে এমন আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা), ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক জনাব আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, এবং জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ড. শাহ মো. ওয়াহেদ আলী মামুন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাছিনা বেগম। তিনি বলেন, “জেলা প্রশাসক গোল্ডকাপ কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি জেলার ক্রীড়া সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার একটি প্ল্যাটফর্ম। এই আয়োজন থেকে ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় তৈরি হবে বলে আমাদের বিশ্বাস।”
অংশগ্রহণকারী দল ও আয়োজন
জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা ও প্রতিষ্ঠানভিত্তিক একাধিক দল অংশগ্রহণ করছে। প্রতিদিন হাজারো দর্শক মাঠে ভিড় করবেন বলে আশা করছে আয়োজকরা।
উদ্বোধনী দিনে খেলোয়াড়রা রঙিন জার্সি পরে মাঠে নামেন এবং খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। খেলা চলাকালে মাঠে দর্শকদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
সামাজিক প্রভাব ও প্রত্যাশা
এ টুর্নামেন্টকে কেন্দ্র করে জামালপুর শহরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ক্রীড়া প্রেমীরা মনে করছেন, জেলা প্রশাসক গোল্ডকাপ শুধু ফুটবলের জনপ্রিয়তাই বাড়াবে না, পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়াবান্ধব সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, পুরো টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়দের নিরাপত্তা, মাঠের মানোন্নয়ন এবং দর্শকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
টুর্নামেন্ট চলবে আগামী কয়েক সপ্তাহ ধরে। চূড়ান্ত খেলায় বিজয়ী দলকে প্রদান করা হবে জেলা প্রশাসক গোল্ডকাপ ট্রফি ২০২৫।
