জামালপুরে সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
স্টাফ রিপোর্টার :
‘আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের জন্য কাজ করি’-এই প্রতিপাদ্যে কন্যাশিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে শিশু একাডেমি জামালপুরের মিলনায়তনে জামালপুর জেলা প্রশাসন ও শিশু একাডেমি জামালপুরের আয়োজনে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুমী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহেদা ফেরদৌসী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার, সমন্বিত শিশু পূনর্বাসন কেন্দ্র জামালপুরের উপ-পরিচালক নূরুল আলম আলম প্রধান, জামালপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা। সভাপতিত্ব করেন, শিশু একাডেমি জামালপুরের শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ স্বপ্না। সঞ্চালনা করেন, সমন্বিত শিশু পূনর্বাসন কেন্দ্র জামালপুরের শিক্ষক আওলিয়া বেগম। অনুষ্ঠানে বিপুল সংখ্যক কন্যা শিশুরা অংশ গ্রহণ করে।
