জামালপুরে স্বাস্থ্যখাত ও মালিক সমিতির উন্নয়নের অঙ্গীকার, সভাপতি পদে লড়ছেন বাপ্পি
সৈয়দ মুনিরুল হক নোবেল:
আসন্ন ৪ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন। এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলার পরিচিত সংগঠক ও স্বাস্থ্যখাতের উদ্যোক্তা মো: মোস্তাফিজুর রহমান (বাপ্পি)।
বর্তমানে তিনি জামালপুর সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে সমিতির সাধারণ সম্পাদক পদেও তিনি দায়িত্ব পালন করেছেন সফলভাবে।
নির্বাচনকে সামনে রেখে মোস্তাফিজুর রহমান বাপ্পি সকল ভোটারের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “জেলার স্বাস্থ্যখাতকে আরও উন্নত ও জনবান্ধব করতে চাই। একই সঙ্গে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিকদের অধিকার রক্ষায় এবং সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করব।”
এ সময় তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে স্বাস্থ্যসেবা খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মালিকদের কল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধি, এবং সাধারণ মানুষের জন্য সুলভ চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগ নেবেন।
নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিকরা ইতোমধ্যে তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে আলোচনা শুরু করেছেন।
স্থানীয় স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে এ নির্বাচনের ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
