জামালপুর সদর উপজেলার অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন
স্টাফ রিপোর্টার :
জামালপুরে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস জামালপুরের আয়োজনে সদর উপজেলার অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার বিকালে ৬টি দলে বিভক্ত করে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাছাই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল দিয়ে পুরষ্কৃত করা হয়। জামালপুরের বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম ষ্টেডিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইফতেখার ইউনুস। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আরাফাত হোসেন আকন্দ শিশির, ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, ক্রিকেট আম্পায়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, সাখাওয়াত হোসেন টুটুল; জেলা ফুটবল কোচ হিজ্জাতুল ইসলাম মিলনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
