জামালপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট ওয়ারেছ আলী মামুনের মনোনয়ন ফরম সংগ্রহ
স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
রবিবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এডভোকেট ওয়ারেছ আলী মামুন বর্তমানে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি বলেন—
“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার সুযোগ পেলে আমি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে জেলা নির্বাচন কার্যালয় এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আগামী নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
ছবি: জামালপুর দিনকাল
