তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুরে বিএনপির স্বাগত মিছিল
স্টাফ রিপোর্টার :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুরে স্বাগত মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে স্বাগত মিছিল বের করে জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠন। স্বাগত মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জামালপুর সদর-৫ আসনের এমপি প্রার্থী এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।
সমাবেশে ও স্বাগত মিছিলে বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হবে।
