
মেলান্দহ থানার সেপ্টেম্বর মাসের সাফল্য: জেলার শ্রেষ্ঠ ওসি শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার │ জামালপুর দিনকাল
জামালপুর জেলার মেলান্দহ থানা ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সার্বিক কর্মদক্ষতা, অপরাধ দমন ও মাদক উদ্ধার কার্যক্রমে বিশেষ সাফল্য অর্জন করেছে। মাসিক কর্মপরিকল্পনা ও পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম।
একইসঙ্গে, থানার আরও তিন কর্মকর্তা তাঁদের দায়িত্বনিষ্ঠা ও সফল অভিযান পরিচালনার জন্য বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন।
- শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এস.আই) ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন এস.আই সাজেদুল ইসলাম।
- শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হয়েছেন এ.এস.আই রুবেল মিয়া।
- শ্রেষ্ঠ চোরাই মোবাইল উদ্ধারকারী অফিসার হিসেবে স্বীকৃতি পেয়েছেন এ.এস.আই শীতলচন্দ্র পাল।
মেলান্দহ থানার এ ধারাবাহিক সাফল্যে স্থানীয়ভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা। থানার কর্মকর্তারা জানিয়েছেন, এ অর্জন পুলিশের টিমওয়ার্ক ও জনগণের সহযোগিতার ফল।
ওসি শফিকুল ইসলাম বলেন, “জনগণের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে আমাদের অঙ্গীকার অব্যাহত থাকবে।”