
৪ বছর মেয়াদী ১৭ সদস্যবিশিষ্ট জামালপুর ফুটবল রেফারীজ এসোসিয়েশনের কমিটি গঠিত
স্টাফ রিপোর্টার :
৪ বছর মেয়াদী ১৭ সদস্যবিশিষ্ট জামালপুর ফুটবল রেফারীজ এসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৩ মার্চ ২০২৫ইং তারিখে বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুসারে অত্র নির্বাচনে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায়আগামী চার বছর জামালপুর ফুটবল রেফারীজ এসোসিয়েশনের ব্যবস্থাপনার জন্য ১৭ সদস্য বিশিষ্ট নিম্নোক্ত কমিটি গঠিত হয়।
কমিটিতে সভাপতি হয়েছেন পদাধিকার বলে পুলিশ সুপার জামালপুর, সহ-সভাপতি হয়েছেন পদাধিকার বলে সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা জামালপুর, সহ-সভাপতি হয়েছেন পদাধিকার বলে সহ-সভাপতি, ফুটবল এসাসিয়েশন, জামালপুর, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রহিম, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবুল হোসাইন রবিন, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোঃ হাসান মাহমুদ নূর ইসলাম, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ কানন মিয়া, কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শহিদুল ইসলাম লিমন, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ শিশিরুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম সোজা, আক্তারুজ্জামান , মোঃ শফিকুল ইসলাম মানিক, মোহাম্মদ পারভেজ।