অরাজনৈতিক সংগঠন প্রিয় জামালপুর সমাজকল্যাণ সংস্থা’র যাত্রা শুরু
মাহমুদুল হাসান মুক্তা :
“মানবতার স্পর্শে দূর হউক অন্ধকার” এই প্রতিপাদ্যে অরাজনৈতিক সংগঠন প্রিয় জামালপুর সমাজকল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের রাণীগঞ্জ বাজারের পৌর মার্কেট ভবনে ফিতা ও কেক কেটে এর কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংস্থাটির উপদেষ্টা বখতিয়ার স্বপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মকবুল হোসেন। সংস্থাটির উদ্বোধন করেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী ও বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জামালপুর উদ্যোক্তা ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দোলন সোম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা, দেওয়ানগঞ্জ আল ইনসাফ জেনারেল হাসপাতালের সহ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিফাত উল্লাহ, সংগঠনটির সহ-সভাপতি হাবিবুল্লাহ আকন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক সোহানুর রহমান সোহান।
নতুন এই সংস্থাটির সাফল্য কামনা করে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মকবুল হোসেন বলেন, প্রিয় জামালপুর সমাজকল্যাণ সংস্থা’র কার্যক্রম ধরে রাখতে মানবসেবায় সর্বদা নিজেদেরকে কাজে লাগাতে হবে। সংগঠন অনেক হয়। আবার অনেকেই চলেও যায়। সংগঠনের প্রথম কাজ হল নিজেকে সৎ রাখা। যেকোন দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কেক কাটেন এবং সংস্থাটির শুভ উদ্বোধন করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ফিতা কাটেন প্রধান অতিথি ওসি (তদন্ত) মকবুল হোসেন।
