নারীর নিরাপত্তা ও অধিকার বাস্তবায়নে সমাজের করণীয় শীর্ষক সেমিনার
স্টাফ রিপোর্টার:
নারীর নিরাপত্তা ও অধিকার আদায়ে সমাজের করণীয় শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পল্লী উন্নয়ন একাডেমী, জামালপুরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমী জামালপুরের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীদের শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।
এছাড়া সেমিনারে বক্তব্য রাখেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইমেরুল কবির, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুবা ইসলামসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগের পাশাপাশি নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। নারীর নিরাপত্তা নিশ্চিত হলে সমাজ ও রাষ্ট্র আরও শক্তিশালী হবে।
সেমিনারে অংশগ্রহণকারীরা নারীবান্ধব সমাজ গঠনের মাধ্যমে আগামীর সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ নির্মাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
