
সৈয়দ মুনিরুল হক নোবেল :
জামালপুর-ঢাকা সড়কে বিআরটিসি বাস সার্ভিস আবারও চালু হয়েছে। জামালপুর জেলার সচেতন যাত্রীসাধারণের দীর্ঘদিনের গণদাবির প্রেক্ষিতে গতকাল বুধবার বিকালে জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ফিতা কেটে এ বাস সার্ভিসের উদ্বোধন করা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সংযোজন করেছে। বাস দু’টি জামালপুর ফৌজদারী মোড় থেকে সকাল ৭টায় ও রাত ১২টায় টাঙ্গাইল হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকার কমলাপুর বিআরটিসি ডিপো থেকে জামালপুরের উদ্দেশে রাত ১২টা ও সকাল ৭টায় ছেড়ে আসবে। বিরতিহীনভাবে বিআরটিসি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে জামালপুর থেকে ঢাকা পর্যন্ত পুরো দূরত্বের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫শ টাকা।
গতকাল বুধবার বিকালে জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান ফিতা কেটে এ বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুনমুন জাহান লিজা, বাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি শামীমা খান, বিআরটিসি কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।
জানা যায়, জেলার নাগরিকদের দাবির প্রেক্ষিতে এর আগে ২০১৯ সালে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছিল। কিন্তু বাস মালিকদের সিন্ডিকেটের কারণে কয়েক মাস যেতে না যেতেই ওই বাস সার্ভিসটি বন্ধ হয়ে যায়। এ সড়কে ব্যক্তি মালিকানাধীন বাস সার্ভিসের অবস্থা খুবই নাজুক। ভালো মানের কোনো বাস সার্ভিস নেই। এতে দীর্ঘদিন ধরে এই জেলার মানুষ সড়কপথে যোগাযোগের ক্ষেত্রে নানা দুর্ভোগ পোহাচ্ছিলেন। দুটি এসি বাসের কারণে এই দুর্ভোগ কিছুটা হলেও কমবে। তবে যাত্রীসেবার মান ধরে রাখতে হবে।
উদ্বোধনকালে জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান তার বক্তব্যে জামালপুর-ঢাকা সড়কে এ বাস দুটির স্বাভাবিক গতিতে চলাচলের ক্ষেত্রে কোনো সিন্ডিকেটের কবলে পড়ে এটি যেন বন্ধ না হয় এজন্য যাত্রী সাধারণ ও বাস মালিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, জামালপুর-ঢাকা সড়কে চলাচলের ক্ষেত্রে ০১৭৯৮-৫১৯৭৩৩ নম্বরে যোগাযোগ করে টিকিট সংগ্রহের জন্য বলা হয়েছে।
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.