জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার :
জামালপুরে ভিত্তিহীন নিউজ ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বেলটিয়া মাদ্রাসা মোড়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের সমন্বয়ক মীর ইসহাক হাসান ইখলাস। তিনি বলেন, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে নেতৃত্ব দিয়ে বিজয় অর্জন করেছি। এ বিজয় সকল ছাত্র জনতার।
আমাদের এই সফলতাকে পুঁজি করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।
জামালপুর শহরে জনসচেতনতা তৈরির জন্য ট্রাফিক কার্যক্রম, চাঁদাবাজী, শহর পরিষ্কার, দেয়াল লিখন, মাইকিং সহ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হয়।
অটোরিকশা, সিএনজি ও মোটরবাইক চালকগণ আমাদের কাছে লিখিত অভিযোগ করে জামালপুর-শেরপুর ব্রিজের টোল আদায়ের অর্থ বেশি নিচ্ছে এবং সেখানে কেউ কেউ চাঁদাবাজি করছে। এমতাবস্থায় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের একটি টিম সেখানে পৌঁছালে টুলের দায়িত্বরত ব্যক্তিরা পালিয়ে যায়। সেখান থেকে অল্প কিছু খুচরা টাকা, ১টি বাটন ফোন, ১টি ১৯ ইঞ্চি মনিটর, ১টি রাউটার ও ৩০০টি টোল আদায়ের রশিদ উদ্ধার করা হয়। পরে সাথে সাথে জামালপুরের সমন্বয়দের মাধ্যমে সেনা ক্যাম্পে পৌঁছে দেয়া হয় যা সারজেন্ট মোহাম্মদ কামরুল হাসান গ্রহণ করেন।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয় জামালপুর শেরপুর ব্রীজের টুলবক্স ডাকাতি করা হয়েছে। যা সম্পুর্ন মিথ্যা এবং ভিত্তিহীন।
ইসহাক আরও বলেন, এই ব্রীজের টুল না নিয়ে সকালের জন্য উন্মুক্ত করে দেয়া হোক।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হেয় প্রতিপন্ন করার জন্য দখল দারিত্তের সাথে জড়িত
কিছু রাজনৈতিক ব্যক্তির ইন্ধনে যাতে টোল বন্ধ না হয় সেজন্য বাধা দেয়া হচ্ছে এবং আমাদের হয়রানী করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন, মীর ইসহাক হাসান ইখলাস, ওমর ফারুক, মো.সানাউল্লাহ, জয় হোসেন, মাহমুদুল হাসান বিবেক, রাকিবুল হাসান রাকিব প্রমূখ।
