
জামালপুর সিটি প্রেস ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার :
জামালপুর সিটি প্রেস ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আরজু আকন্দ ও সাধারণ সম্পাদক হানিফ উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় জামালপুর সিটি প্রেস ক্লাবের আয়োজনে দৈনিক জামালপুর দিনকাল পত্রিকা অফিসে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রকাশক ও নবনির্বাচিত বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আরজু আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন। সভাপতিত্ব করেন, জামালপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুনিরুল হক নোবেল। সঞ্চালনা করেন, জামালপুর সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আরিফ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জামালপুর সিটি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, সহ-সভাপতি এস.এম সোহরাব হোসেন তারা, এনাম উদ দৌলাহ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল আমিন জুলন, সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম বুলবুল ইসলাম, কোষাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, দফতর সম্পাদক মোঃ রানেল রানা, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আজিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, সহ-প্রচার সম্পাদক মোঃ কাউছার হামিদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আল আমীন মন্ডল, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ তারিকুল ফেরদৌস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহীনূর ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কামরুল হাসান, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক মোঃ আকমল হুদা, নির্বাহী সদস্য মোঃ আল বিল্লাল খান, ঝুমা আক্তার, মোঃ মনিরুজ্জামান ও মোঃ আতিকুর রহমান তালুকদার। পরে উপস্থিতিকে মিষ্টিমুখ ও রাতের খাবার পরিবেশন করা হয়।