জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ টিপু খানের মৃত্যু
স্টাফ রিপোর্টার:
জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত সংগঠক ও সঙ্গীতপ্রেমী টিপু খান আর নেই। মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তাঁর মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত সপ্তাহে শহরের সিটি বাইপাস এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন টিপু খান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আইসিইউতে কয়েকদিন থাকার পর শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
টিপু খান দীর্ঘদিন ধরে জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। মঞ্চ, নাটক, সংগীত এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজন সমন্বয়ে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় শিল্পী ও সংস্কৃতি কর্মীরা জানান—
“টিপু খান ছিলেন প্রাণবন্ত, হাসিখুশি ও সৃজনশীল একজন মানুষ। সাংস্কৃতিক আন্দোলন ও সংগঠনের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ আছর কাচারীপাড়া জামে মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
টিপু খানের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো, তা পূরণ করা দুষ্কর।
